Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহে (৩ বছর) প্রধান অর্জনসমৃহ ঃ  

  • সকল ফসলের বীজের মান নিশ্চিত করণই বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রধান কাজ। 
  • বিগত ৩ বছরে  ২২৩৮.১৮ হেক্টর বীজ ফসলের মাঠ পরিদর্শন ও মূল্যায়ন করা হয়েছে   
  • উৎপাদিত বীজের পরিমান ছিল ৮০২৫.৮০ মেঃ টন যার মধ্যে ৮০০ মেঃ টন ভিত্তি বীজ  
  • প্রত্যায়িত বীজের মোট ১৪৪৭৪২টি ট্যাগ কার্ড অত্র অফিস হতে বেসরকারী উৎপাদনকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। 
  • জাতীয় পরীক্ষাগারে ১০৭ টি বীজ নমুনার বিশুদ্ধতা, আর্দ্রতা ও অংকুরোদগম ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। 
  • মার্কেট মনিটরিং এর আওতায় (রাজস¦ ও প্রকল্প) ৪৭০ বীজ নমুনার বিশুদ্ধতা, আর্দ্রতা ও অংকুরোদগম ক্ষমতা পরীক্ষা করা হয়েছে।
  • ১৮০ জন বীজ ব্যবসায়ী, উৎপাদনকারী কৃষককে প্রক্ষিণ দেয়া হয়েছে।